মোবাইল নির্মাতা কানাডীয় প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি গত দুই বছরের মধ্যে সবচেয়ে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
এ বছরের প্রথম প্রান্তিকে সারা বিশ্বে মাত্র পাঁচ লাখ ফোন বিক্রি করেছে। গত বছর প্রথম প্রান্তিকে তাদের বিক্রি ছিল ছয় লাখ হ্যান্ডসেট।
এক লাখ হ্যান্ডসেটের বিক্রি কমে যাওয়ায় ৬৭০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি গুনতে হচ্ছে এখন ব্ল্যাকবেরিকে। গত দুই বছরের মধ্যে সবচেয়ে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। এ খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।
Read More News
এরই মধ্যে হোয়াটসঅ্যাপ ঘোষণা দিয়েছে ব্ল্যাকবেরির অপারেটিং সিস্টেম থেকে নিজেদের সরিয়ে নেওয়ার। এই বছরের শেষ নাগাদ আর ব্ল্যাকবেরির অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে না। একই পথে আগাচ্ছে ফেসবুক। তারাও ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে।