ঈদুল ফিতর উপলক্ষে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। এ সময় টিকিট প্রত্যাশীদের লম্বা লাইনও চোখে পড়ে। যাদের মধ্যে অনেকে মঙ্গলবার দিবাগত রাতে লাইনে দাঁড়িয়েছে। সেহরির পর থেকে ভিড় আরো বাড়তে শুরু করে। কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, ‘যে কোনো ধরণের বিশৃঙ্খলা ও কালোবাজারি রোধে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
Read More News