সালটা ১৯৭৮। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে দেখা গেল ভিন্ন এক ভূমিকায়। নাম ডন। তাকে নাকি ধরা শুধু মুশকিলই নয়, অসম্ভব। এই ছবি ঘিরে শুরু দর্শকদের উন্মাদনা।
লোকের মুখে মুখে শুধু একটা ডায়লগ ‘ডন কো পাকড়না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়’।
পরবর্তীকালে সেই শিরোনাম নিয়েই দর্শকদের মন জিতেছেন বলিউড বাদশা শাহরুখ খান। তার মুখেও শোনা গিয়েছে সেই একই ডায়লগ।
নতুন ডন শাহরুখ খান। আর তার চিরকালীন সঙ্গী ‘জংলী বিল্লি’ প্রিয়াঙ্কা চোপড়া।
Read More News
ডন ছবির দুটি সিক্যুয়েলেই প্রিয়াঙ্কা চোপড়াকে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছে। কিন্তু শোনা যাচ্ছে, ডন ৩-এ নাকি দেখা যাবে না প্রিয়াঙ্কা চোপড়াকে।
সূত্র জানিয়েছে, প্রিয়াঙ্কা নাকি জানিয়েছেন যে, এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিনি আর কাজ চালিয়ে যেতে পারবেন না।
যদিও কোন ছবিতে কে থাকবেন আর কে থাকবেন না, সেটা পুরোটাই সিনেমাটি যারা তৈরি করছেন তাদের সঙ্গে কলাকুশলীদের ওপর নির্ভর করে।