হৃত্বিক রোশনের সাবেক স্ত্রী সুজান খানের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সুজানের বিরুদ্ধে গোয়া পুলিশ অভিযোগ এনেছে যে , তিনি ১.৮৭ কোটি রূপি প্রতারণার সঙ্গে যুক্ত।
এই অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তবে এখনও আটক হন নি সুজান। এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই এই অভিযোগ অস্বীকার করেছেন সুজান।
জানা গেছে, সুজান খান অনেকদিন ধরেই ইনটেরিয়র ডিজাইনিংয়ের ব্যবসা করছেন। সেই সূত্রেই একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে একটি প্রজেক্টে চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী সেই প্রোজেক্টের কাজ যে সময় শেষ করার কথা ছিল, সেই সময় শেষ করতে না পারার জন্যই ওই কোম্পানির তার নামে টাকা প্রতারণার মামলা করে।
Read More News
এছাড়াও নিজেকে আর্কিটেক্ট বলে পরিচয় দিয়ে রিয়েল এস্টেট কোম্পানিকে প্রতারণা করেছেন বলে অভিযোগ সুজান খানের বিরুদ্ধে। ৯ জুন ওই অভিযোগ দায়ের করে ৪২০ ধারায় সুজানের বিরুদ্ধে মামলায় দায়ের করা হয়। কিন্তু ঘটনাটি প্রকাশ্যে আসে গতকাল। সুজান আপাতত লন্ডনে আছেন। তিনি অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগটি মিথ্যা। সেই ফার্ম তাকে ফাঁসানোর চেষ্টা করছে।