ধুম ফোর’ নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, এতে খলনায়ক হিসেবে দেখা যাবে সালমান খানকে। তবে এই খবর শুধুই গুজব বলে জানালেন তিনি।
সালমান বলেন, আমি জানি না এই সিনেমায় কাজ করবো কি না। কারণ তারা আমাকে এখনও কোন প্রস্তাব দেননি। প্রথমবারের মত যশ রাজ ফিল্মসের ব্যানারে কাজ করছেন সালমান, ‘সুলতান’-এর মাধ্যমে। তাই গুঞ্জনকারীরা ভেবে বসেছিলেন, হয়ত ‘ধুম ফোর’-এর প্রধান আকর্ষণ হবেন তিনিই। ‘প্রেম রাতান ধান পায়ো’ মুক্তির আগ পর্যন্ত বেশ কয়েক বছর অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয় করেছেন সালমান। তাই ‘ধুম ফোর’এ তাকে খলনায়কের চরিত্রে দেখার আশায় বুক বেঁধেছিলেন অনেকেই।
Read More News
‘ধুম ফোর’এ খলচরিত্রে প্রস্তাব দেয়া হলে অভিনয় করবেন কি না- এ প্রসঙ্গে সালমানের ভাষ্য, শুধুমাত্র অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া তার মত খলনায়ককে পাকড়াও করতে পারবে না। খানিকটা কৌতুকের সুরেই বলেন, দেখুন, যদি অভিষেক এবং উদয় আগের সব খলনায়কদের সঙ্গে নিয়ে আমাকে ধরতে আসেন, তাহলে হয়ত তারা সফল হবে। না হলে সম্ভব নয়!