ঈদে যাত্রীদের চাপ কমাতে বরিশাল-ঢাকা নৌ রুটে বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যাত্রীসেবায় ১৯টি লঞ্চ ও ৫টি সরকারি রকেট নিয়োজিত থাকবে।
বরিশাল-ঢাকা নৌ রুটে এ বছর প্রথম বেশি যাত্রীবাহী লঞ্চ বহরে যুক্ত রয়েছে। এবারের ঈদে বেসরকারি প্রতিষ্ঠানের ১৭ টি লঞ্চ সরাসরি ঢাকা-বরিশাল রুটে যাত্রী পরিবহন করবে। এরমধ্যে পারাবত কোম্পানির ৫ টি, সুন্দরবন কোম্পানির ৩ টি, সুরভী কোম্পানির ৩ টি, কীর্তনখোলার ২ টি, টিপুর ১ টি, ফারহানের ১ টি, কালামখানের ১টি, দীপরাজের ১ টি। দিবা সার্ভিসে গ্রীন লাইন ওয়াটার ওয়েজের ২ টি জাহাজ এ রুটে চলাচল করবে।
Read More News
এছাড়া বরিশাল চাঁদপুর ও ফতুল্লা ভায়া রেখে সুন্দরবন, ফারহান, পূবালীসহ ৪ টি লঞ্চ চলাচল করার কথা রয়েছে।
পাশাপাশি রাত্রিকালীন সরকারি জাহাজ সার্ভিসে বিআইডব্লিউটিসি’র পিএস মাহসুদ, অস্ট্রিজ, লেপচা নামে ৩ টি রকেট ও নতুন সংযুক্ত এমভি মধুমতি, এমভি বাঙালিসহ ৫ টি জাহাজ চলাচল করার কথা রয়েছে।