শাহরুখের যে সাত ছবি ‘বক্স অফিস হিট’ হয়নি!

বলিউড বাদশা শাহরুখ খানকে প্রায়শই একটা সমালোচনার মুখোমুখি হতে হয়। অনেকেই বলেন যে শাহরুখ তাঁর অভিনয় নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করেন না। সমালোচকদের মতে কিং খান নাকি নিজেকে ‘রাজ’ বা ‘রাহুল’-এর বাইরে আর বার করতে পারছেন না। মানে সেই একই রকমের আভিনয়! তবে এটাও ঠিক যে ওই ধরনের অভিনয় করেই তিনি আজকের ‘The SRK’ হয়েছেন।
Read More News

কিন্তু সত্যিই কী শাহরুখ নিজেকে নিয়ে ভাঙা গড়া করেননি? বাস্তব কিন্তু বলছে অন্য কথা। আর তাহল শাবরুখ বহুবারই নিজের চরিত্র নিয়ে পরীক্ষা করেছেন। তবে, সেইসব ছবিগুলো সেভাবে মোটেই বক্স অফিসে সফল হয়নি। সেই রকমই ৭টা এসআরকে মুভির লিস্ট দেব আপনাদের যে ছবিগুলোতে শাহরুখ দারুণ অভিনয় করেছেন-

১. স্বদেশ, ২. পহেলি, ৩. হে রাম, ৪. আনজাম, ৫. দিল সে, ৬. বিল্লু, ৭. ফ্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *