ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার

গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত জেলা পুলিশ পরিচালিত অভিযানে ময়মনসিংহ জেলার সদর ও বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি। তাদের কারো কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা ও কেউ কেউ দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
Read More News

উল্লেখিত যে, জঙ্গি ও সন্ত্রাসীদের আটকে গত ১০ জুন থেকে দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *