পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে ফেসবুক-টুইটার বন্ধ

আফ্রিকার দেশ আলজেরিয়ায় পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁস করতে নজিরবিহীন এক উদ্যোগ নিয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষার হলে নকল করতে না পারে কিম্বা আগেভাগেই প্রশ্ন না পেতে না পারে সেজন্যে কর্তৃপক্ষ সাময়িকভাবে দেশটিতে সোশাল মিডিয়া বন্ধ করে দিয়েছে। এর আগে স্কুলের পরীক্ষায় অনলাইনের মাধ্যমে বহু প্রশ্ন ফাঁস হয়ে গেলে দেশটিতে কর্তৃপক্ষের তীব্র সমালোচনা হয়। তখন অর্ধেকেরও বেশি শিক্ষার্থীকে দ্বিতীয়বার পরীক্ষায় বসত হয়েছে। সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, জুন মাসে বহু ছাত্রছাত্রীই পরীক্ষার আগে ফেসবুকে ও অন্যান্য সোশাল মিডিয়া থেকে প্রশ্ন হাতে পেয়ে যায়। এর আগের বছরগুলোতেও দেশটিতে এধরনের ঘটনা ঘটেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, পরীক্ষার্থীদেরকে নকল ও প্রশ্ন ফাঁসের হাত থেকে রক্ষার জন্যেই সোশাল মিডিয়া ব্লক করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Read More News

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *