যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বন্দুক হামলা করে গণহত্যার মতো অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উচিৎ নৃতত্ব, বর্ণ ও ধর্মভিত্তিক পরিচয়ের ভিত্তিতে দেশটির নাগরিকদের প্রোফাইলিং করা। গত সপ্তাহে অরল্যান্ডোর সমকামি ক্লাবে বন্দুক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মুসলিমদের যদি আরো বেশি বেশি প্রোফাইলিং করা হয় তাহলে তিনি বিষয়টি সমর্থন করবনে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ওই মন্তব্য করেন। কোনো ব্যক্তি অপরাধপ্রবণ কিনা তা নির্ণয়ে তাকে তার নৃতাত্বিক, বর্ণগত ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মূল্যায়ন করা হয় এই প্রোফাইলিংয়ের মাধ্যমে। তবে সমালোচকদের মতে, এতে বরং মুসলিমরা মার্কিন সমাজের মূলধারা থেকে আরো বেশি বিচ্ছিন্নতাবোধে আক্রান্ত হবে। নিউইয়র্কে জন্ম নেওয়া ওমর মতিন নামের বন্দুকধারী গত সপ্তাহে অরল্যান্ডোর নাইট ক্লাবে হামলা চালিয়ে ৪৯ জনকে হত্যার পর থেকেই ট্রাম্প এই প্রোফাইলিংয়ের ব্যাপারে সরব হয়ে ওঠেন। ওই হত্যাকাণ্ডের পর ওমর মতিন নিজেকে জঙ্গি গোষ্ঠী আইএস এর সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিশ্বাস ওমর স্বপ্রণোদিত হয়েই এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে। ওই হামলার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার ইতিহাস রয়েছে এমন সব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির কথাও বলেছেন ট্রাম্প। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিদেশি মুসলিমদের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারির প্রতি সমর্থন জ্ঞাপন করেছিলেন।
Read More News