চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। রবিবার দুপুর ১টা থেকে একঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছে।

সংঘর্ষের সময় চট্টগ্রাম ও পার্শ্ববর্তী মহসিন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে গত শনিবার দুই গ্রুপের সংঘর্ষে তিন ছাত্রলীগ কর্মী আহত হন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেছেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ ঘটনাস্থলে যায়। দুপক্ষকে দুদিকে সরিয়ে দেয়।
Read More News

জানা গেছে, রবিবার সকাল থেকে চট্টগ্রাম কলেজে ক্যাম্পাসে নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা অবস্থান করছিল। দুপুর ১টার দিকে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা ক্যাম্পাসে ঢুকে মিছিল দিতে শুরু করে। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পক্ষ অন্যপক্ষকে ইট নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ এসে দুপক্ষকে দুদিকে সরিয়ে দেয়। সংঘর্ষের সময় কনিক বড়ুয়া, জামাল উদ্দিন, কাদেমুল ইসলাম ও খন্দকার নাইমুল আজম আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *