সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান খানের কাছে ক্ষমা চেয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। এতোদিন এই বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও এবার মুখ খুললেন ‘সুলতান’ অভিনেতা।
অরিজিতের ক্ষমা চাওয়ার বিষয়ে জিজ্ঞাস করা হলে সালমানের উত্তর, সে কে?
তিন বছর আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমানকে ঘিরে কিছু মন্তব্যের জন্য গত মে মাসে ফেসবুকে একটি পোস্টে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। পরে সেই মন্তব্য আবার মুছেও দেন তিনি। পোস্টে অরিজিৎ সুলতান ছবিতে তার কণ্ঠে গাওয়া গান না মোছার জন্য অনুরোধ জানান।
Read More News
অরিজিতের ক্ষমা চাওয়ার বিষয়ে জিজ্ঞাস করা হলে সালমান বলেন, প্রত্যেক ছবিতে অনেক গায়কই গান গেয়ে থাকেন। পরিচালক ও নির্মাতারা সিদ্ধান্ত নিয়ে থাকেন যে কার কণ্ঠ রাখা হবে। গানে আমারও কণ্ঠ ছিল, কিন্তু সেটিও বাদ দেয়া হয়েছে। তাহলে এজন্য বিমর্ষ হওয়া বা কষ্ট পাওয়ার কি আছে? এটাই জীবন।
‘সুলতান’ ছবির ‘জাগ ঘুমেয়া’ গানটি প্রথম নাকি অরিজিতের কণ্ঠে রেকর্ড করা হয়েছিল। পরে এই গানটি রাফাত ফাতেহ আলি খানের কণ্ঠে রেকর্ড করা হয়। এই গানটি সালমানও গেয়েছিলেন।