নাটকে প্রথম রিয়াজ-ছন্দা

আসছে ঈদে চ্যানেলে আইয়ে প্রচারের লক্ষ্যে দর্শকপ্রিয় নাট্যনির্মাতা ও অভিনেতা সালাহউদ্দীন লাভলু নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘কইন্যা’। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা। আসছে ঈদে লাভলু তার নির্দেশিত এই নাটক নিয়ে খুব বেশি আশাবাদী। কারণ হিসেবে সালাহউদ্দীন লাভলু বলেন, ‘মাসুম রেজার একটি অসাধারণ স্ক্রিপ্ট হচ্ছে কইন্যা। এতে রিয়াজ ও ছন্দা অসাধারণ অভিনয় করেছেন। রিয়াজ ও ছন্দাকে সাধারণত দর্শক যেভাবে পর্দায় দেখেন তার চেয়ে ব্যতিক্রম দেখবেন আমার এ নাটকে এবং আমার বিশ্বাস নাটকটি দর্শকের কাছে বেশ সাড়া ফেলবে।’ নাটকে প্রথমবারের মতো রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন ছন্দা। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন,‘ লাভলু ভাই সবসময়ই ভালো কাজ করেন। তাই তার কাজ নির্দ্বিধায় করি আমি। নতুন কাজটি নিয়েও আমি খুব আশাবাদী। ছন্দার সঙ্গে প্রথম কাজ করেছি। বেশ গুণী একজন শিল্পী তিনি। চরিত্রানুযায়ী দারুণ পারফম করেছেন তিনি।’ ছন্দা বলেন, ‘লাভলু ভাইয়ের নির্দেশনায় এর আগেও বেশ কয়েকবার কাজ করেছি। কিন্তু যতবারই কাজ করি ততবারই মনে হয় নতুন কিছু শিখছি। এটা অন্য নির্দেশকদের ক্ষেত্রে খুবই কম হয়। লাভলু ভাই এমনই একজন নির্মাতা যিনি অভিনয়টা শিল্পীর কাছ থেকে যথাযথভাবে বের করে না আনা পর্যন্ত তৃপ্ত হন না। রিয়াজ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করলাম, খুবই চমৎকার একজন মানুষ। একজন বড় মাপের শিল্পী। একজন শিল্পীকে কাজের সময় কতটা শান্ত থেকে কাজ করতে হয় তা তাকে দেখে উপলব্ধি করেছি।’ আসছে ঈদের দিন চ্যানেল আইতে লাভলুর ‘কইন্যা’ নাটকটি প্রচার হবে। লাভলুর নির্দেশনায় রিয়াজের সবচেয়ে আলোচিত কাজ হচ্ছে ‘মোল্লাবাড়ীর বউ’ চলচ্চিত্র। গত বছর সালাহউদ্দীন লাভলুর নির্দেশনায় রিয়াজ ছয় পর্বের ধারাবাহিক ‘লাঠিপাগল’-এ অভিনয় করেছিলেন। এ দিকে আসছে ঈদ উপলক্ষে ছন্দাকে সাগর জাহানের নির্দেশনায় ছয় পর্বের ধারাবাহিক ‘অ্যাভারেজ আসলাম’সহ আরো বেশ কিছু খণ্ডনাটকে অভিনয় করতে দেখা যাবে। ছন্দার ‘ডানো’র বিজ্ঞাপনটি এখন প্রায় সব ক’টি চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এ দিকে আসছে ঈদে লাভলুকে বেশ কয়েকটি নাটকে অভিনয় করতে দেখা যাবে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হিমেল আশরাফের ‘মিস্টার পাষান ইজ ব্যাক’, ইশতিয়াক আহমেদ রুমেলের ‘ডিস্টার্ব’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *