যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগরে কপোতারে পাড় থেকে তিনটি রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ডাকাতি চেষ্টার সময় গণপিটুনিতে তারা মারা গেছে।
বুধবার সকালে স্থানীয়রা লাশ তিনটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঝিকরগাছা থানা পুলিশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয়রা জানায়, ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকার বঙ্গবন্ধু পার্কের কাটাখাল নামক স্থানে বুধবার সকালে তিনটি লাশ পড়ে থাকতে দেখা যায়। তাদের একজনের বয়স ৩০-৩২ এবং অপর দুজনের চল্লিশের কাছাকাছি। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে রক্ত থাকায় গুলি করে নাকি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে- তা স্পষ্ট নয়।
Read More News
স্থানীয়রা আরো জানায়, কাটাখাল এবং কপোতা নদের সংযোগস্থলে ছোট্ট একটি পার্ক করা হয়েছে স্থানীয় পৌরসভার উদ্যোগে। এই পার্কের ভেতরে সামান্য দূরত্বে লাশগুলো পড়ে ছিল। সকাল থেকে প্রচুর মানুষ লাশগুলো দেখলেও কেউ তাদের পরিচয় জানতে পারেনি।
ঝিকরগাছা থানার ওসি মোল্যা খবির আহমেদ জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঝিকরগাছার অস্ত্রার মাঠ এলাকায় একদল ডাকাত ডাকাতির জন্য ঢোকে। এ সময় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে এবং তাদের গণপিটুনি দেয়। গণপিটুনিতে তিন ‘ডাকাত’ মারা যায়।
তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
এর আগে সোমবার দিবাগত মধ্যরাতে সেখানে ডাকাতদের ছুরিকাঘাতে তৌহিদ নামের থানার এক উপ-সহকারী পুলিশ ইনসপেক্টর (এএসআই) গুরুতর আহত হন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর জের ধরে ওয়াপদাপাড়া জেলেপল্লীতে তাণ্ডব চালায় পুলিশ ও সাদা পোশাকে মুখোশধারীরা। ভেঙে তছনছ করে দেয়া হয় দরিদ্র জেলেদের বাড়িঘর।