অন্য রকম সিদ্ধান্তে কনকচাঁপা

বেশ কয়েক বছর ধরে ঈদে একাধিক টিভিতে একের অধিক লাইভ শোতে সঙ্গীত পরিবেশন করে
আসছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী কনকচাঁপা। কিন্তু এবারের ঈদে তিনি সিদ্ধান্ত
পরিবর্তন করেছেন। এবারের ঈদে শুধু একটি চ্যানেলেই লাইভ শোতে সঙ্গীত পরিবেশন করবেন
কনকচাঁপা। আসছে ঈদের পঞ্চম দিন কনকচাঁপা লাইভ শোতে টানা তিন ঘণ্টা সঙ্গীত পরিবেশন
করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কনকচাঁপা নিজেই। কনকচাঁপা বলেন, ‘যেহেতু রাত জেগে লাইভ
শো করতে হয়। ঈদের সময় তাই একের পর এক লাইভ শোতে অংশগ্রহণ করলে শরীর খারাপ হয়ে
যায়। প্রথমটিতে ভালোভাবে গাইতে পারলেও পরের শোগুলোতে সেভাবে গাওয়া হয় না। তাই এ
বছর শুধু একটি লাইভ শোতেই সঙ্গীত পরিবেশন করব।’ কনকচাঁপা জানান, তার গাওয়া শ্রোতাপ্রিয়
গানগুলোই তিনি দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে গেয়ে শোনাবেন। এ দিকে রোজার আগে দু’টি দেশে
স্টেজ শোতে অংশগ্রহণ করে এসেছেন কনকচাঁপা। ডাক্তারদের আয়োজনে অস্ট্রেলিয়ার চারটি
সিটিতে পাঁচটি স্টেজ শোতে অংশগ্রহণ করেন তিনি। সেখান থেকে ১৪ মে দেশে ফিরে ২৮ মে আবার
ইতালির রোমের উদ্দেশ্যে রওনা হন। সেখানে টানা তিন দিনের বৈশাখী উৎসবের শেষের দুই দিন
কনকচাঁপা সঙ্গীত পরিবেশন করেন। আবার পরবর্তীকালে ইতালির মিলানোতে ইতালি প্রেস ক্লাব ও
বাংলা স্কুল কমিউনিটি আয়োজিত ‘গণসংবর্ধনা’য় কনকচাঁপা ও তার স্বামী মইনুল ইসলাম খানকে
বিশেষ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সেখানে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের
নেতারা উপস্থিত ছিলেন। সেখান থেকে দেশে ফেরেন কনকচাঁপা গত ৩ জুন। দেশে ফিরে পুরোপুরি
বিশ্রামে কনকচাঁপা। রোজার মাসে কোনো স্টেজ শোতেও অংশগ্রহণ করছেন না তিনি। ঈদ ও
ঈদ-পরবর্তী সময়ে তিনি আবারো নিয়মিত স্টেজ শোতে অংশ নেবেন বলে জানান তিনি। এ দিকে
গত ২৭ মে অনুষ্ঠিত ‘সিম্ফনি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে কনকচাঁপা তার সর্বশেষ
একক অ্যালবাম ‘আড়ালে’র জন্য ২০১৫ সালের শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে পুরস্কার অর্জন করেন।
অ্যালবামটি গত বছর লেজারভিশন থেকে প্রকাশিত হয়েছিল। এর চারটি গান সুর-সঙ্গীত করেছিলেন
মইনুল ইসলাম খান, তিনটি নকীব খান এবং তিনটি পিলু খান। সবগুলো গান লিখেছেন জুলফিকার
রাসেল।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *