গোল করছেন আবেল হার্নান্দেজ ও মাথিয়াস করুজো। উরুগুয়ে জিতেছে ৩-০ গোলে। জ্যামাইকার জে-ভন ওয়াটসনের আত্মঘাতী গোল আছে এই ম্যাচে একটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই সান্ত্বনার জয় নিয়েই উরুগুয়েকে ধরতে হচ্ছে বাড়ির পথ। কারণ, প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় আগেই কোপা আমেরিকা থেকে রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়নদের বিদায় হয়ে গেছে। গ্রুপ ‘সি’ থেকে মেক্সিকো চ্যাম্পিয়ন ও ভেনিজুয়েলা রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে গেছে। ওই দুই দলের কাছে হেরে যাওয়ায় কোপার ইতিহাসের সবচেয়ে সফল দল উরুগুয়ের টুর্নামেন্ট শেষ হয়ে যায় প্রথম রাউন্ড থেকেই। ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে ম্যাচটিতে লুই সুয়ারেসের খেলা হয়নি। ইনজুরির কারণে এবারের কোপায় একটিও ম্যাচ না খেলে দেশে ফিরছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। খেলার ২১ মিনিটে হার্নান্দেজের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। এই এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে তারা। ৬৬ মিনিটে ওয়াটসন নিজেদের জালে বল জড়িয়ে দিলে ২-০ গোলে এগিয়ে যায় উরুগুয়ে। খেলা শেষ হওয়ার মাত্র ২ মিনিট আগে মাথিয়াস ম্যাচের শেষ গোলটি করেন। এই ম্যাচের তেমন কোনো গুরুত্ব না থাকলেও উরুগুয়ে শক্তিশালী দল নামিয়েছিল। এডিসন কাভানি, দিয়েগো গোদিন, ফার্নান্দো মুসলেরারা খেলেছেন।
Read More News