সিলেটে কলেজ ছাত্রীনিবাস থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাস থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে সুবি বেগম নামে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। তিনি সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক জামালুর রহমান জানান, সুবি বেগম বছরখানেক ধরে ছাত্রীনিবাসে থাকছে। রবিার সন্ধ্যায় ছাত্রীনিবাসে নিজের রুমে ছিল সুবি। অন্য ছাত্রীরা ইফতারের জন্য তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পায় নি। পরে রাত ৮টার দিকে আবারও সুবিকে ডাকাডাকি করে ছাত্রীরা। কিন্তু কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানায় তারা। পরে রাত ১০টার দিকে পুলিশ দরজা ভেঙ্গে সুবির ঝুলন্ত লাশ উদ্ধার করে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সুহেল আহমদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত হলে পরে বোঝা যাবে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *