অভিনয়ের পাশাপাশি গানের জগতেও প্রিয়াংকা চোপড়ার বেশ খ্যাতি রয়েছে। এবার তিনি গলা মিলিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে।
মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে ইউরো অভিযান শুরু করবে রোনালদোর পর্তুগাল । তার আগে রেড-ওয়ানের প্রকাশিত ভিডিও ‘ডোন্ট ইউ নিড সামবডি’তে দেখা গেছে প্রিয়াংকা ও রোনালদোকে। অবশ্যই এই ভিডিওতে প্রিয়াংকা-রোনালদো একা নন। তাদের সঙ্গে ছিলেন জেনিফার লোপেজ, রাফায়েল নাদাল, অ্যাকোন, হামেস রদ্রিগেজ, মেসুত ওজিল সহ আরও অনেক তারকা।
Read More News
এর আগে র্যাপার পিটবুলের সঙ্গে ডুয়েট গেয়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন প্রিয়াংকা। কিছুদিন আগেই হলিউড ছবি ‘বেওয়াচ’-এর শুটিং শেষ করেছেন বলিউডের এ তারকা। দু’সপ্তাহ ছুটি শেষ করে মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো টু’-এর কাজে অংশ নিতে যাওয়ার কথা রয়েছে প্রিয়াংকার। এর আগে ‘কোয়ান্টিকো’তে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। আনন্দবাজার।