‘ফ্যাব ২ প্রো’ নামে দুর্দান্ত এক স্মার্টফোন বাজারে আনছে লেনোভো। তবে একা নই, গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে। ফোনটি ব্যবহারকারীদের অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়ালিটির দুর্দান্ত অভিজ্ঞতা দেবে।
সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত লেনোভো টেক ওয়ার্ল্ড ২০১৬ মেগা ইভেন্টে প্রতিষ্ঠানটির সিইও প্রকাশ্যে আনেন এই ‘প্রোজেক্ট ট্যাঙ্গো’ স্মার্টফোন।
সেপ্টেম্বর থেকে বাজারে ফোনটির বিক্রি করা শুরু হবে, তবে শুরুতে কিনতে হবে অনলাইন স্টোরের মারফতে। স্পোর্টস মডেলের দাম মার্কিন ডলারে ৪৯৯।
Read More News
লেনোভো ও গুগলের যৌথ উদ্যোগে এই প্রথমবার স্মার্টফোনে ‘প্রোজেক্ট ট্যাঙ্গো’ কনসেপ্ট এলো। ফোনের ক্যামেরা ও সেন্সর একজন ব্যবহারকারীকে সম্পূর্ণ থ্রিডি অভিজ্ঞতা দিতে পারবে বলে দাবি লেনোভোর। শুধু তাই নয়, নেভিগেশন বা গেমিংয়ের সময় অগমেন্টেড রিয়ালিটির স্বাদ দেবে। সহজ করে বললে, মাঠে যেভাবে হাত-পা নাড়িয়ে, ছুটে টেনিস বা ক্রিকেট খেলতে হয়- সেই একই স্বাদ পাবেন বাড়িতে বসেই। আপনার জেসচার ট্র্যাক করে এই ফোন আপনাকে প্লে-স্টেশনের কায়দায় গেমস খেলতে সাহায্য করবে।
এর পাশাপাশি লেনোভো ফ্যাব ২ প্রো স্পোর্টস মডেলে রয়েছে ৬.৪ ইঞ্চির এইপিএস ডিসপ্লে। রয়েছে মোট ৪টি ক্যামেরা, যার মধ্যে রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের, ফ্রন্টে পাবেন ৮ এমপি। রয়েছে একটি মোশন সেন্সিং ক্যামেরা ও একটি ডেপথ সেন্সিং ইনফ্রারেড ক্যামেরা।
৪ জিবি র্যাম ও অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ফ্যাব ২ প্রো-কে বাকিদের চেয়ে বেশ কয়েক কদম এগিয়ে রাখবে। মিউজিকের জন্য রয়েছে ডলবি অডিও ৫.১ ক্যাপচার টেকনোলজি।
লেনোভো জানিয়েছে, শুধু এই ফোনটির জন্য ২৫টি অ্যাপস তৈরি করেছে তারা। চলতি বছরের শেষে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ১০০-তে।