আইজিপির এ ধরনের বক্তব্য শোভা পায় না

আজ রোববার চট্টগ্রামের একটি অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.মিজানুর রহমান বলেছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক কোন পদে থেকে কী বলতে হয় তা জানেন না। একজন আইজিপি হিসেবে তিনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।

ড. মিজানুর রহমান বলেন, সরকারের এত বড় পদে থেকে একজন আইজিপির এ ধরনের বক্তব্য শোভা পায় না। আইজিপির জানা দরকার কোন পদে থেকে কী সমালোচনা করা যায়। একজন আইজিপি হিসেবে তিনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। উনার মুখে এটা কোনোভাবে শোভনীয় নয়।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, ‘সারা দেশে পুলিশ যে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে তাতে অনেক সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। এর আগের অভিজ্ঞতার আলোকে আমি আশঙ্কার কথা বলেছি। আমি সাধারণ মানুষের পক্ষে তাদের অধিকার নিয়ে কথা বলেছি। এতে দোষের কিছু নেই। কিন্তু একজন পুলিশের মহাপরিদর্শক আমার বিষয়ে যে মন্তব্য করেছেন তা কোনোভাবে শোভনীয় নয়।
Read More News

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন,নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রহুল আমিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, প্যানেল মেয়র জোবাইদা নার্গিস খান, বিজিএমইএর প্রথম সহসভাপতি মঈনউদ্দিন আহমেদ মিন্টু, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, স্বাচিপ নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *