শাহিদ আর আমার প্রেম এখন অতীত: কারিনা

দীর্ঘ নীরবতার পরে প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের বিষয়ে মুখ খুললেন কারিনা কাপুর। সাইফ আলি খান পত্নী বলেছেন, অতীতের সেসব দিন তারা দুজনই পেছনে ফেলে এসেছেন।

একটা সময় জমিয়ে প্রেম করেছেন কারিনা-শাহিদ। ‘জব উই মেট’ করার সময় তাঁদের ‘লুকোচুরি’ প্রেম প্রায়শই পেজ-থ্রির শিরোনামে জায়গা করে নিত। কিন্তু সেই সম্পর্ক আজ অতীত। বর্তমানে একজন নবাব গিন্নি, অন্যজনও বিবাহিত জীবনে খুশি সম্প্রতি অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই প্রাক্তন লাভ-বার্ড। যদিও শোনা যাচ্ছে, শাহিদ-কারিনা নাকি ছবিতে একবারের জন্যও স্ক্রিন শেয়ার করেননি।
Read More News

তবে ছবির প্রচারে এসে এক মঞ্চে উঠতে হল ‘বেবো’ আর ‘সাশা’কে। ‘উড়তা পঞ্জাব’-এর প্রচারে অতীত প্রেম নিয়ে করিনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘পুরনো সম্পর্ক এখন অতীত। সেই দিন পিছনে ফেলে আমরা দু’জনেই অনেকটা এগিয়ে এসেছি। সংবাদ মাধ্যমেরও এ বার আমাদের নিস্তার দেওয়া উচিত। আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *