রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৫ জন আটক

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায় জড়িত অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি ৬৩০ গ্রাম গাঁজা, ১৩৫ পিস ইনজেকশন ও ১৭৫ গ্রাম ২০৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার (এসি) এএসএম হাফিজুর রহমান জানান, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর লালবাগ, মতিঝিল, রমনা, ওয়ারী, তেজগাঁও, উত্তরা, গুলশান ও ডিবি-উত্তর বিভাগ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রমজান ও ঈদকে ঘিরে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Latest News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *