মাত্র একটি কারণেই আপনার চুল পড়ছে!

চুলপড়া পুরুষের জন্য খুবই বিরক্তিকর একটি ব্যাপার। এমনকি পুরুষরা এই সমস্যাটি নিয়ে খুব বেশি কথা বলতেও নারাজ। কারণ তাদের ভয় এতে সমস্যার সমাধান না হয়ে বরং তা আরো প্রকট আকার ধারণ করবে। কিন্তু এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো- চুল পড়ার জন্য আপনি নিজে দায়ী নন বরং এটি একটি বংশগত সমস্যা। আপনার যদি চুল পড়ার সমস্যা থাকে এবং আপনি জানেন না ঠিক কী কারণে আপনার চুল পড়ছে তাহলে ধরে নিবেন এটি পুরুষালি টাক সমস্যার কারণে হচ্ছে। তবে এছাড়াও চুল পড়ার আরো অনেক কারণ থাকতে পারে। কিন্তু সেসব খুবই বিরল। মানসিক চাপ? নাহ! ইনফেকশন, কেমোথেরাপি, মেডিকেশন বা কোনো রোগ? আপনি নিজেও হয়তো আপনার চুল পড়া শুরু হওয়ার আগে এর কারণটা কী ছিল তা জানেন। ভিটামিন ঘাটতির কারণে কি আপনার চুল পড়ছে? হতেও পারে! কিন্তু ভিটামিনের ঘাটতির কারণে চুল পড়া শুরু হওয়ার আগে আপনার দেহে ভিটামিন ঘাটতিজনিত আরো অনেক সমস্যাই দেখা দেবে। চুল পড়ার আরেকটি বড় কারণ চুলের উপর বাড়তি চাপ বা টান পড়া। কিন্তু আপনার যদি মাথায় হ্যাট পরার বা শক্ত করে চুল বাধার অভ্যাস না থাকে তাহলে এমনটা হওয়ার কথা নয়। সূতরাং দেরি না করে আজই কোনো ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার চুল পড়ার প্রকৃত কারণটি কী তা নির্নয় করে চিকিৎসা গ্রহণ করুন।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *