সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫৩ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও নগরীর অর্ধশত বাসিন্দা। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর’র বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে আল-জাজিরা। খবরে বলা হয়, রবিবার আলেপ্পোর আল-কাত্রিজি উপকণ্ঠের একটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় সরকারি বাহিনী বিমান থেকে বিস্ফোরক ও ছররা ভর্তি কয়েক ডজন সিলিন্ডার ও ব্যারেল বোমা নিক্ষেপ করা হয়। এতে ৫৩ জনের প্রাণহানির পাশাপাশি অর্ধ শতাধিক মানুষ আহত হয়। এর আগে শহরের সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের মর্টারের গোলায় ৮ জন নিহত হয় বলে জানায় মানবাধিকার কর্মীরা। দেশটির স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেট জানায়, রবিবার সরকার বিদ্রোহী ওই এলাকায় অন্তত সিরিয়া ও রাশিয়ার ৪০টি যুদ্ধ বিমান অভিযানে অংশ নেন।
Read More News