বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার কোহিমায় এসেছেন ভারতের আইনমন্ত্রী সদানন্দ গৌড়া।
আইনমন্ত্রী বলেন, চলতি বছরের শেষেই ভারত ও বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হবে। তিনি জানান, বৈধ নথি ছাড়া সীমান্ত পেরিয়ে যাতে কোন অবৈধ অনুপ্রবেশ না হয়, তা বন্ধ করতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বেড়া দেওয়ার কাজ শেষ হবে। আমি নিশ্চিত এই উদ্যোগের ফলে খুব অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশও বন্ধ হবে।
Read More News
শুক্রবার নাগাল্যান্ডের রাজধানী কোহিমা সফরে গিয়ে রাজ্যটির রাজভবনে সাংবাদিকদের সাথে আলাপচারিতাকালে তিনি এসব কথা বলেন।