বুধবার বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল জামিনে মুক্তি পেয়েছেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। তিনি উচ্চ আদালত থেকে সবগুলো মামলায় জামিন পান।
Read More News
বুলবুলের আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন জানান, রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নামে ৯টি মামলা ছিল। গত ১৯ মে নাশকতার একটি মামলার জামিন দেন উচ্চ আদালত। এর ফলে তিনি সবগুলো মামলায় জামিন পান। এ সংক্রান্ত কাগজপত্র রাজশাহী কারাগারে পাঠানো হয়।