আজ শনিবার সকাল ৮টার দিকে ভোটগ্রহণের শুরুতেই রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া এলাকায় ভোটকেন্দ্রের বাইরে পুলিশ ও বিজিবির সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রেন্টু নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ইটের আঘাত লেগেছে। সংঘর্ষের কারণে প্রায় ৩০ মিনিট নিমপাড়া ইউনিয়নের তিন নম্বর ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল।
Read More News
স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে ঝামুনা এলাকার একটি ব্রিজের কাছে অবস্থান নেয় আওয়ামী লীগ সমর্থকরা। ওই পাশ দিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার সময় বিএনপি সমর্থকদের নৌকা প্রতীকে ভোট দিতে বললে তর্ক বাধে। এ ঘটনা ছড়িয়ে পড়লে বিএনপি কর্মীরা সেখানে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে চলা সংঘর্ষ থামাতে গেলে পুলিশ ও বিজিবির সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।