স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন মহিপুর নতুন থানার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী ইসরায়েলের গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করে নীলনকশা তৈরি করেছিলেন। দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করা যায় তার পরিকল্পনা করেছিলেন।। এর সঙ্গে আরো যারা জড়িত আছে তাদের নাম শিগগিরই প্রকাশ করা হবে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।
Read More News
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়ার সংসদ সদস্য মাহবুবুর রহমান, পুলিশের বরিশাল বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুর রহিম, জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দীকী, পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান প্রমুখ।