প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে চাই একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে। সরকার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে প্রত্যেক উপজেলায় সরকারি স্কুল-কলেজ নির্মাণ করা হবে।
আমরা স্বাধীন জাতি, আমার দেশ স্বাধীন দেশ। নয় মাসের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে।
Read More News
আজ রোববার রাজধানীতে ‘সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষার উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরতে গিয়ে শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে সরকারে এসেই আমরা সেই শিক্ষা নীতিমালা শুধু গ্রহণই করিনি, আমরা বাস্তবায়নও করে যাচ্ছি।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাকে ছড়িয়ে দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। প্রত্যেক জায়গায় যাতে শিক্ষার আলো জ্বালা যায়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা পদক্ষেপ নিচ্ছি।