গতকাল শুক্রবার হোয়াইট হাউস এলাকায় অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করায় এক ব্যক্তিকে গুলি করেছে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা। তখন মার্কিন পেসিডেন্ট বারাক ওবামা গলফ খেলার জন্য হোয়াইট হাউসের বাইরে মেরিল্যান্ডে অবস্থান করছিলেন এবং ভবনটিতে অবস্থান করছিলেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘটনার পর দ্রুত তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। হোয়াইট হাউসে প্রবেশের সব পথ বন্ধ করে ভবনটি সুরক্ষিত করা হয়। গুরুতর আহত ওই বন্দুকধারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
Read More News