বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় রোয়ানু বাগেরহাট উপকূল ছুয়ে বাংলাদেশ অতিক্রম করছে। এসব এলাকার উপকূলবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ‘রোয়ানু’র বাতাসের গতি বেগ ৮৮ কিলোমিটারের মধ্যে থাকায় ক্ষয়ক্ষতির পরিমান কম ছিল বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপ উপেজেলার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়েছে।
Read More News
ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এর প্রভাবে উপকূলের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে।