ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট ঝড় ও বৃষ্টিতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ১৪ জন আহত হয়েছেন। খুঁটি উপড়ে পড়ায় গোটা বরিশালে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। স্থানীয় বিদ্যুৎ অফিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় ভোর সাড়ে চারটা থেকে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশালে ১৯৬ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
Read More News
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার বিকেল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে নোঙর করে রয়েছে। বহু যাত্রী আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। নভোএয়ার তাদের আজ শনিবার সকাল ১১.৪৫টার ফ্লােইট বাতিল করেছে।
অবিরাম বৃষ্টিতে বরিশাল নগরীরর প্রধান প্রধান সড়কগুলোতে দুই থেকে আড়াই ফুট পানি জমেছে। বেলা ১১টা ৩০মিনিট এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঝড়ো হওয়া সহ বৃষ্টি চলছিল।