সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় কন্যা আলিনা জাফরিন আজ শনিবার সকাল ৯টায় মারা গিয়েছে। ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে গত ৪ মে আলিনার জন্ম হয় । জন্মের পর আলিনা সুস্থ ছিল। পরবর্তীতে তার ব্লাড ইনফেকশন ধরা পরে। ব্লাড ইনফেকশনের কারনে আলিনার মৃত্যু হয়েছে বলে জানান ন্যান্সির স্বামী নাজিমুজ্জামান জায়েদ।
Read More News