বুধবার সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনায় যারা আইন নিজের হাতে তুলে নিয়ে অপকর্ম করেছে তাদেরকে সরকার এক চুলও ছাড় দেবে না। নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনার তিনি তীব্র নিন্দা জানিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, নিজের হাতে আইন তুলে নেয়ার অধিকার কারও নেই। আমি নারায়ণগঞ্জের ওই শিক্ষককে লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। শিক্ষক লাঞ্ছনাকারী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে সরকার উদ্যোগ গ্রহণ করবে।
Read More News
তিনি আরও বলেন, খালেদা জিয়া চক্রান্তের রাজনীতি জিইয়ে রাখতে একটা ছকে গুপ্ত হত্যা চালাচ্ছেন। এই ছকেই ব্লগার, প্রকাশক, শিক্ষক, ইমাম ও পুরোহিতসহ সাধারণ মানুষ খুন হচ্ছে। খালেদা জিয়া জামায়াতে ইসলামী ও রাজাকারদের সঙ্গ না ছাড়া পর্যন্ত গুপ্ত হত্যার জন্যে বিএনপিও তিনি সন্দেহের তালিকায় থাকবেন। সভায় তিনি খালেদা জিয়াকে জঙ্গিবাদের পাহারাদার উল্লেখ করেন এবং বিএনপিকে জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসী উৎপাদনের কারখানা বলে অভিহিত করেন।