প্রেসক্লাবে সাদেক খানের জানাজা সম্পন্ন

আজ মঙ্গলবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট  সাদেক খানের জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন তার ছোট ভাই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ মরহুমের স্বজনরা। জানাজার পর সাদেক খানকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনতা। সোমবার (১৬ মে) দুপুরে রাজধানীর বারিধারার বাসায় মারা যান সাদেক খান। মৃত্যুকালে স্ত্রী,  দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।

পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করা বিচারপতি আবদুল জব্বার খানের ছয় ছেলে-মেয়ের মধ্যে সাদেক খানই ছিলেন সবার বড়।
Read More News

সাদেক খানের ভাইবোনদের মধ্যে কবি আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আরেক ভাই এনায়েতুল্লাহ খান ছিলেন সাপ্তাহিক হলিডে ও ইংরেজি দৈনিক নিউ এজ এর প্রতিষ্ঠাতা সম্পাদক। বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন তিনি।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তার ছোটভাই, যিনি বর্তমানে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। বোন সেলিমা রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী। ব্যবসায়ী শহীদুল্লাহ খান ত‍ার আরেক ভাই, যিনি ঢাকা ব্যাংকের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *