ভারত তার সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি অত্যাধুনিক সুপারসনিক ইন্টারসেপ্টর মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। উড়িষ্যা উপকূলের একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে গতকাল এটি উৎক্ষেপণ করা হয় বলে দেশটির প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও’র একটি সূত্র জানায়।
Read More News
একস্তরবিশিষ্ট ওই ইন্টারসেপ্টরটির দৈর্ঘ্য ৭.৫ মিটার। সলিড রকেটচালিত ইন্টারসেপ্টরটিতে একটি নেভিগেশন সিস্টেম, একটি হাইটেক কম্পিউটার এবং একটি ইলেকট্রো মেকানিক্যাল এক্টিভেটর রয়েছে, মিসাইলটি যেকোনো শত্রু দেশের মিসাইলকে সফলভাবে ধ্বংস করতে সক্ষম। বহুস্তরবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার অংশ হিসেবে ইন্টারসেপ্টর মিসাইলটির পরীক্ষা চালানো হলো।