আজ রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।
লন্ডনে তিন দিন অবস্থান করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বুধবার সোফিয়ায় যাওয়ার কথা রয়েছে তাঁর। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরাম’-এ যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার থেকে শুক্রবার—এ তিন দিন এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
Read More News
গ্লোবাল উইমেন লিডার্স ফোরামের উদ্বোধন অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নারী নেতারা এ সম্মেলনে অংশ নেবেন।