যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স ভার্জিনিয়ায় দলের প্রাইমারি নির্বাচনে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার রাতে এ ফল প্রকাশ করা হয়েছে। রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পও ভার্জিনিয়ায় জয় পেয়েছেন। অবশ্য ট্রাম্পের সকল প্রতিদ্বন্দ্বীই গত সপ্তাহে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। অর্থাৎ প্রার্থীতা লড়াইয়ের ময়দানে ট্রাম্প এখন একা। তাই ভার্জিনিয়ায় প্রাইমারি শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করা হয়। এদিকে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীরা একে একে সরে গেলেও ডেমোক্র্যাটিক দলের বার্নি স্যান্ডার্স এখনো হিলারির সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে যাচ্ছেন। ভার্জিনিয়ায় জিতলেও শেষ পর্যন্ত মোট ডেলিগেটের সমর্থনের বিবেচনায় হয়তো স্যান্ডার্স বাদ পড়ে যেতে পারেন। তবে ভারমন্টের এই সিনেটর আশা ছাড়তে রাজী নন। মঙ্গলবার বিকেলে নির্বাচনের আগে স্যান্ডার্স তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, আমরা এ পর্যন্ত ১৯টি রাজ্যের ককাসে জয় পেয়েছি। আমরা ডেমোক্র্যাটিক দলের মনোননয়ন জিততেই এ প্রচারণায় নেমেছি। তবে পরাজিত হলেও হিলারির সঙ্গে মিলে কাজ করতে চান বলে ইঙ্গিত দিয়েছেন স্যান্ডার্স। তিনি বলেন, ‘হিলারি ক্লিনটনের সঙ্গে অনেক বিষয়ে আমাদের মতপার্থক্য রয়েছে। তবে একটি মাত্র ক্ষেত্র রয়েছে যেখানে আমরা একমত হতে পারি, আর তা হচ্ছে ট্রাম্পকে পরাজিত করতে হবে।
Read More News