আগামি ১৩ মে, সাউথ ইষ্ট ইউনির্ভারসিটি “ল” এলামনাই এসোসিয়েশন ‍পুনর্মিলনি

সাউথ ইষ্ট ইউনির্ভারসিটি “ল” এলামনাই এসোসিয়েশন ‍পুনর্মিলনি অনুষ্ঠান  আগামি ১৩ মে, শুক্রবার ‘পুষ্পধাম’ এনএসসি টাওয়ার বায়তুল মোকারম মসজিদের পুর্ব পাশে ৬২/৩ পুরানা পল্টন ঢাকা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সাউথ ইষ্ট ইউনির্ভারসিটি “ল” এর প্রথম ব্যাচ থেকে ২৭ তম ব্যাচ অংশ গ্রহন করবে। এসোসিয়েশনের পক্ষ থেকে সরনিকা প্রকাশ করা হবে। অনুষ্ঠানকে সতেজ রাখতে ইসপাহানি কোম্পানি দিন ব্যাপি চা পানের ব্যবস্থা করছে। এছাড় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন সহ ভোজনের ব্যাপক আয়োজন করা হয়েছে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *