অষ্টম শ্রেণিপড়ুয়া নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমানকে গত সোমবার রাত ৯টার দিকে এশার নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। ওই সময় তাঁর ভাই মিজানুর রহমানকেও কোপায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় মিজানুরকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরের দিন গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিজানুর রহমানের।
Read More News
একই ঘটনায় দুই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে তাঁদের পরিবারে নেমেছে শোকের ছায়া। আত্মীয়দের আহাজারিতে ভারি হয়ে উঠছে পুরো গ্রাম। বিরাজ করছে উত্তেজনা। সংঘর্ষের আশঙ্কায় পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।