বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্ট ট্রাক প্রজেক্ট মনিটরিং কমিটির চতুর্থ সভায় শেখ হাসিনা বলেন, যারা দেশের উন্নয়ন চায় না তারা সুপরিকল্পিতভাবে গুপ্তহত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারাই এখন গুপ্তহত্যার মদদ দিচ্ছে। তাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।
Read More News
শেখ হাসিনা বলেন, বাসে আগুন, গাড়িতে আগুন, রেলে আগুন, লঞ্চে আগুন, প্রাইভেটকারে আগুন, সিএনজিতে আগুন দিয়ে পুড়িয়ে যখন তারা দেখল যে সরকার উৎখাত করা যায় না, তখন তাদের মদদে এই গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। দেশে চলমান অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে পুলিশ বিজিবিসহ অন্যান্য সব বাহিনীকে যৌথভাবে কাজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দেন।