মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ৪৪/এইচ পশ্চিম রাজাবাজার এলাকার ৬তলা ভবনের ৩য় তলা থেকে হুমায়রা জাহান (৩৫) নামের এক কাতার এয়ারওয়েজের বিমানবালার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় নিহতের বয়ফ্রেন্ডসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে শেরেবাংলা নগর থানার পুলিশ জানান, আটককৃত দুইজন হলেন- হুমায়রার বয়ফ্রেন্ড তুষার ও ওই বাড়ির নিরাপত্তারক্ষী।
Read More News
বাড়িটির বাসিন্দারা জানিয়েছেন, ২০০৮ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে হুমায়রা ওই বাসায় একাই থাকতেন। লাশ উদ্ধারের পর ওই বাড়ির নিরাপত্তারক্ষীকে আটক করে থানায় নেওয়া হয়। তার কথা মতো হোমায়রার বয়ফেন্ড তুষারকে আটক করা হয়। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।