চন্দ্রিমা উদ্যানের রাস্তার পাশে বসে পথশিশুকে মারধর করছেন এক পুলিশ সদস্য। কখনো গলা টিপে, কখনো আবার মুখ চেপে ধরে শিশুটিকে জুতাপেটা করছেন ওই পুলিশ সদস্য। আর শিশুটি কান্নাকাটি করছে। ছবিতে শিশুটিকে নির্যাতনের সময় পাশে আরো চার পুলিশ সদস্যকে নির্বিকার বসে থাকতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশের লেকে গোসল করতে যাওয়ায় এক শিশুকে নির্যাতন করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে এমন বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
Read More News
আজ মঙ্গলবার বিকেলে ছবিগুলো ফেসবুকে পোস্ট করার পর তা কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছবিগুলো দেখে পুলিশ সদস্যদের এহেন ‘দায়িত্ব পালনে’ ক্ষোভ প্রকাশ করছেন ফেসবুক ব্যবহারকারীরা। মন্তব্যে শিশু নির্যাতনের অভিযোগে এসব পুলিশ সদস্যের শাস্তি চেয়েছেন অনেকেই। অনেক ফেসবুক ব্যবহারকারীই মন্তব্য করেছেন, পুলিশ সদস্যরাই যদি এমন করে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? সর্বত্র বলা হয় পুলিশ জনগনের বন্ধু, এই তার বাস্তব চিত্র।