ক্রসবর্ডার নেটওয়ার্কসহ নয়টি প্রকল্পের অনুমোদন

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘ক্রসবর্ডার নেটওয়ার্ক উন্নয়ন’ প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এটিসহ ৬ হাজার ৯৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
Read More News

এশিয়ান হাইওয়ের সঙ্গে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ভারতের সঙ্গে উচ্চ সম্ভাবনাময় অর্থনৈতিক জোন তৈরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘ক্রসবর্ডার নেটওয়ার্ক উন্নয়ন’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৭২ কোটি ৯৩ লাখ টাকা। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পের সার্বিক বিষয় সাংবাদিকদের অবহিত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *