পাবনায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলিতে নিহত ১

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রশাসনের কর্মকর্তারা ফলাফল ঘোষণা না করেই ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজন নিহত ও কমপক্ষে ৯ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম ইমদাদুল হোসেন (৩৪)। তিনি ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। ইমদাদুলকে বিএনপির কর্মী বলে দাবি করেছেন চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ ইসলাম হীরা।
Read More News

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, নিহত ব্যক্তি গুলিতে মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে দেরি হওয়ায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় উভয় প্রার্থীর সমর্থরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বিজিবির এক সদস্য আহত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *