আজ বুধবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রামেশ্বরগাতি গ্রামে চাল কলের বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাত জন। নিহত ব্যক্তিরা হলেন একই গ্রামের নাসিরউদ্দিন (২৭) ও ইদ্রিস আলী (২৬)।
Read More News
জানাযায়, নাসিরউদ্দিন, ইদ্রিসসহ অন্যরা আজ সকালে চালকলে ধান সেদ্ধ করছিলেন। এমন সময় বয়লারটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত ব্যক্তিদের গুরুতর অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।