রক্তের হোলি খেলার নির্বাচন জনগণের মঙ্গল বয়ে আনতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেন, ইউপি নির্বাচনে অনেক রক্তপাত হয়েছে, আর নয়। এই হত্যার নির্বাচন বন্ধ করতে হবে। হত্যা, হানাহানির নির্বাচন কেই গ্রহণ করবে না। বিশ্বও গ্রহণ করবে না। আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলা নববর্ষ নিয়ে এই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক দল-জাসাস। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, তেল দিয়ে কুইকরেন্টালের মাধ্যমে বিদ্যুত তৈরি হয়। তাই তেলের দাম কমলে বিদ্যুতের দাম কমানো উচিত। তিনি বলেন, দেশে ধর্ষণের মহোৎসব চলছে। ধর্ষকেরা ধরা পড়ছে না। বিচারও হচ্ছে না। এতে ধর্ষকেরা আরো উৎসাহিত হচ্ছে। দুর্নীতিতে জাতি নিমজ্জিত এমন অভিযোগ করে তিনি বলেন, সরকারি ব্যাংকগুলোতে হরিলুট চলছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট হয়ে গেছে। হ্যাকের কোন সুযোগ নেই। যারা দায়িত্বে আছে তাদের যোগসাজসে টাকা চুরি হয়েছে। হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জাসাসের সাবেক সভাপতি রেজাবউল্লাহ চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, জাসাসের সহ সভাপতি বাবুল আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের সভাপতি অ্যাডভোকেট এহসানুল হুদা, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।
Read More News