আইপিএল মানে ক্রিকেটের সঙ্গে বিনোদনের কড়া ককটেল। এ মৌশুমের গোড়াতেই তাতে নগ্নতার ছোঁয়া এনে দিলেন পাক মডেল আরশি খান। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতি ম্যাচ জেতায় ‘লাইভ স্ট্রিপ টিজ’ করবেন বলে জানিয়ে দিলেন এই পাক সুন্দরী। ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন শাহিদ আফ্রিদির সঙ্গে নাম জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন আরশি। পাক অধিনায়কের সঙ্গে যৌন সম্পর্কের কথা বলে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। সে পর্ব মিটেছে। বিশ্বকাপের উন্মাদনার পর ক্রিকেটপ্রেমীরা এখন মজে আছেন আইপিএলের মৌতাতে। আর এমন ক্রিকেট উৎসবে আরশি খানই বা চুপ করে থাকবেন কেন? আর তাই প্রচারের আলো নিজের দিকে এভাবেই কেড়ে নিলেন আরশি। এতদিন অবশ্য নগ্নতার এ সাম্রাজ্যে সম্রাজ্ঞী ছিলেন পুনম পাণ্ডে। এর আগে ধোনিদের জন্য নগ্ন হওয়ার বাসনা প্রকাশ করেছিলেন তিনি। নগ্নতাকে তুরুপের তাস করে বরাবর তিনিই বাজিমাত করতেন। তবে এবার তাঁর সাম্র্রাজ্যেও ভাগ বসালেন আরশি খান। সেমি ফাইনাল বা ফাইনাল তো অনেক দূর, মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতি ম্যাচের জন্যই নগ্নতার উপহার সাজিয়ে রাখছেন তিনি। আরশির ফ্যানরা যে সে কারণে মুখিয়ে থাকবেন তা বলাই বাহুল্য। আর ক্রিকেটপ্রমীরা? আইপিএল তামাশার নতুন খোরাক তাঁরাও যে উপভোগই করবেন, এমনটা অনুমান করাই যায়।
Read More News