শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। আজ রোববার সকালে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে চার্জশিট দেয়া হয়। এর আগে একই আদালত এমপি লিটনের স্থায়ী জামিন মঞ্জুর করেন। কোর্ট পরিদর্শক এনামুল হক বলেন, শিশু সৌরভকে গুলি করার মামলায় আজ সকালে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। আদালত মামলার পরবর্তী কার্যক্রমের জন্য মামলার নথি গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছেন। এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ১৫ মে। উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর এমপি লিটনের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ ওঠে। পরদিন রাতে এমপিকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন শাহাদাতের বাবা সাজু মিয়া।
Read More News