বাংলাদেশে বিকেল পাঁচটার পর এবার কনসার্ট আয়োজনের ওপরও বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানিয়েছেন, পাঁচটার পর উন্মুক্ত স্থানে কোন ধরনের কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে না। তবে ইনডোরে এধরনের অনুষ্ঠানের ব্যাপারে কোন কড়াকড়ি নেই। এসব নিষেধাজ্ঞা শুধু ঢাকা নয় সারা দেশের জন্য প্রযোজ্য।
কিন্তু পহেলা বৈশাখে সবচাইতে বড় কনসার্ট আয়োজক বাম্বা অথবা বাংলাদেশ মিউজিকাল ব্যান্ড এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা এবার কনসার্ট না করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাম্বার প্রেসিডেন্ট মাইলস ব্যান্ডের হামিন আহমেদ জানিয়েছেন, কনসার্ট আয়োজনের অনুমতি চাইতে গেলে এতসব শর্ত দেয়া হচ্ছে যে সেগুলো মেনে অনুমতি পাবো কি পাবো না এমন একটা দ্বিধা তৈরি হচ্ছে। তাই শেষ পর্যন্ত কনসার্ট না করারই সিদ্ধান্ত নিয়েছি আমরা।
Read More News